ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বাপার ২৪তম বার্ষিক সাধারণ সভা

বাপার ২৪তম বার্ষিক সাধারণ সভা

কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারীদের সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাপা সভাপতি আবুল হাসেম। এছাড়াও সভায় বক্তব্য দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাপার কার্যনির্বাহী সদস্য আহসান খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাপার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, বাপার সাধারণ সম্পাদক মো. ইকতাদুল হকসহ বাপার অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা। সারাদেশ থেকে আগত বাপার প্রায় দুই শতাধিক সদস্য এ সময় এজিএমণ্ডএ উপস্থিত ছিলেন। সভায় ২৩তম এজিএম এর কার্যবিবরণী অনুমোদনের জন্য উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক মো. ইকতাদুল হক। এরপর সাধারণ সম্পাদক বিগত বছরের সব কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। অনুক্রমিকভাবে গত অর্থবছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদনসমূহ অনুমোদনের জন্য উপস্থাপন করেন বাপার কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ। এজিএমণ্ডএ উপস্থাপিত সব প্রতিবেদন বাপার সদস্যদের বস্তুনিষ্ঠ পর্যালোচনা, সংশোধনীসহ প্রস্তাব এবং অনুমোদনের মাধ্যমে গৃহীত হয়। এক পর্যায়ে সভাপতির সঞ্চালনায় এজিএমণ্ডএ উপস্থিত সব সদস্যের বক্তব্য এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এজিএমণ্ডএ উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্য সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারীরা পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা আগের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। কারণ প্রক্রিয়াজাত পণ্য বিদেশে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে সরকার।

এছাড়াও এ খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সোর্স ট্যাক্স ১ শতাংশ থেকে কমানোর দাবি জানানো হয়। এর পাশাপাশি বিদেশে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে রপ্তানিতে অবদান রাখার জন্য চুক্তিভিত্তিক উৎপাদন (কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিং) করে এর বিপরীতে এসএমই প্রতিষ্ঠানের জন্য সরকারি নগদ সহায়তার প্রস্তাব করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত