ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

‘আগামী বছর থেকে কর্পোরেট রিটার্নও অনলাইনে’

‘আগামী বছর থেকে কর্পোরেট রিটার্নও অনলাইনে’

অনলাইনে রিটার্ন জমায় ভালো সাফল্য পাওয়ায় আগামী বছর এটিকে বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবদুর রহমান খান। তিনি বলেন, আমাদের অনলাইনে রিটার্ন না দেওয়ার কোনো উপায় নেই। আমাদের পুরোপুরি অনলাইনে রিটার্ন দিতেই হবে। অনলাইন রিটার্ন জমায় সময় ও অর্থ বাঁচে। আর টেনশন একদমই না। কারণ ক্যালকুলেশন, কোনটা ট্যাক্স অ্যাবল, কোনটার কত করহার কিছুই জানার দরকার নেই। আপনি তথ্যগুলো দেবেন, সিস্টেম ক্যালকুলেশন করে দেবে। গতকাল রোববার আগারগাঁওয়ে এনবিআর ভবনে রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনবিআরের শীর্ষ কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন। অনলাইন রিটার্ন আরও সহজ হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছরের ১ জুলাই থেকে অনলাইন রিটার্ন সহজলভ্য হবে। এই বছর যারা রিটার্ন দিয়েছেন তা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে। এটা অনেক লম্বা সময় ধরে আমাদের আর্কাইভে থাকবে। আমরা অ্যাপ তৈরি করবো। আগামী বছর থেকে করপোরেট রিটার্ন অনলাইনে দিতে হবে। অনলাইন রিটার্নে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, গত বছরের তুলনায় ৫ গুন বেড়েছে। ১৫ লাখের কাছাকাছি রিটার্ন আমরা পেয়ে গেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত