টানা দুই কার্যদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বেড়েছে প্রধান মূল্যসূচক। তবে কমেছে অন্য দুই সূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এতে বাজারটিতেও প্রধান মূল্যসূচক কিছুটা বেড়েছে। তবে ডিএসইর মতো এই বাজারেও কমেছে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও বেশি দাপট দেখিয়েছে মিউচুয়াল ফান্ড। লেনদেনে অংশ ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২টির দাম বেড়েছে। অন্যদিকে ১টির কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
আর পচা বা ‘জেড’ গ্রুপের ৯৫টি কোম্পানির মধ্যে ২৯টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৩৯টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ভালো কোম্পানি বা ‘এ’ গ্রুপের ২২০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৭টির শেয়ার দাম বেড়েছে।
বিপরীতে কমেছে ৮৩টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ‘বি’ গ্রুপের ৪০টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। আর কমেছে ৩৪টি এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।