দেশের আরও তিনটি পোশাক কারখানাকে সবুজ কারখানা (পরিবেশবান্ধব) হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ফলে দেশে পরিবেশবান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০টি। নতুন সনদ পাওয়া কারখানাগুলো হলো ইকোটেক্স লিমিটেড, এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইউরো নিট স্পিন লিমিটেড।
কারখানা তিনটিই গাজীপুরে অবস্থিত। নতুন সনদ পাওয়া কারখানা তিনটির মধ্যে ইকোটেক্স লিমিটেড ৯০ নম্বর নিয়ে প্ল্যাটিনাম সনদ পেয়েছে। এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইউরো নিট স্পিন লিমিটেডও প্ল্যাটিনাম সনদ পেয়েছে। এই দুটি কারখানাই নম্বর পেয়েছে ৮৫। তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ পরিবেশবান্ধব কারখানার ৬৬টি বাংলাদেশে অবস্থিত। বিজিএমইএর তথ্য অনুসারে, তৈরি পোশাক ও বস্ত্র খাতে বর্তমানে লিড সনদ পাওয়া পরিবেশবান্ধব কারখানা বেড়ে হয়েছে ২৪০টি। এর মধ্যে ৯৮টিই লিড প্লাটিনাম সনদধারী।
এছাড়া ১২৮টি গোল্ড, ১০টি সিলভার ও ৪টি কারখানা সার্টিফায়েড সনদ পেয়েছে। ইউএসজিবিসি থেকে পরিবেশবান্ধব সনদ পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-র বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেয়া হয়।