বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কে আরও শক্তিশালীকরণ এবং শেয়ারবাজারের উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা ও শেয়ারবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব এবং কমিটির সদস্য সচিব বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ।
এছাড়া, বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী ও মো. আলী আকবর। এদিন বেলা ১১টায় ড. আনিসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভাটি শুরু হয়। সভায় বিএসইসিকে শক্তিশালীকরণ ও সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কার্যপরিধির আওতায় কমিটির কাজের পদ্ধতি এবং ভবিষ্যতের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রসঙ্গত, গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি সার্কুলার জারি করে। এতে উল্লেখিত ৫টি কার্যপরিধি অনুযায়ী ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। যার সভাপতি হচ্ছেন ড. আনিসুজ্জামান চৌধুরী। কমিটি দেশের শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে।