তৈরি পোশাকের অ্যাকসেসরিজ রপ্তানিতে ন্যায্য হারে নগদ প্রণোদনার দাবি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে চট্টগ্রাম গার্মেন্ট অ্যাকসেসরিজ অ্যাসোসিয়েশন (সিজিএএ)। একই সঙ্গে অটোমেশনের মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা আনারও দাবি জানিয়েছে সংগঠনটি। সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয়েও একই চিঠি পাঠিয়েছে। অ্যাকসেসরিজ খাতের ব্যবসায়ীদের পক্ষে এনবিআরকে চিঠি দিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ও ব্রিটানিয়া লেবেল বিডির ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ। এতে বলা হয়, অ্যাকসেসরিজ ছাড়া পোশাক তৈরি বা রপ্তানি সম্ভব নয়। ক্রেতারা অ্যাকসেসরিজের জন্য মাস্টার এলসির মাধ্যমে মূল্য পরিশোধ করেন। ফলে পোশাক মালিকদের ওই অংশটুকু অ্যাকসেসরিজ ব্যবসায়ীদের ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে পরিশোধ করতে হয়। ফলে যুক্তিসংগতভাবে অ্যাকসেসরিজ অংশের ওপর নগদ প্রণোদনা প্রাপ্য। উদ্যোক্তাদের দাবি, আশির দশকে পোশাকের কাঁচামাল তথা অ্যাকসেসরিজ পণ্য ভারত, চীন, ইন্দোনেশিয়া, জাপানসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হতো। এতে অনেক বৈদেশিক মুদ্রা ও সময় ব্যয় হতো। ধীরে ধীরে নিজস্ব অর্থায়ন, কঠোর পরিশ্রম এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে এসব খাতের ব্যবসা শুরু করেছেন দেশি উদ্যোক্তারা। দেশে একের পর এক অ্যাকসেসরিজ কারখানা গড়ে ওঠায় পোশাক রপ্তানিতে লিড টাইম কমে আসছে। পোশাক প্রস্তুতকারকরা বিভিন্নভাবে প্রণোদনা পাচ্ছেন। কিন্তু অ্যাকসেসরিজ খাত বঞ্চিত হচ্ছে। এ খাত কতটুকু প্রণোদনা পেতে পারে তা যাচাই-বাছাই করতে কমিটি গঠন করা প্রয়োজন। সংগঠনটি আরও বলেছে, বিভিন্ন বিনিয়োগের ওপর কর প্রণোদনা যেমন যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) প্রবর্তন, উদ্ভাবনের জন্য গবেষণা ও প্রশিক্ষণ এবং কর্মীদের কল্যাণে সহায়তা করার জন্য সিএসআর ও অনলাইন সিসিটিভি সিস্টেম চালু করা দরকার। এ খাতে দক্ষ শ্রমিকের ঘাটতি রয়েছে।