মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)’র প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিষয়ক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মহাব্যবস্থাপকরা, সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারাসহ সব স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।