নারায়ণগঞ্জে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানা শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের থানা পুকুরপাড় এলাকায় কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের থানা পুকুরপাড় এলাকায় রাসেল গার্মেন্টস কারখানার শ্রমিকেরা ছুটি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টার দিকে তারা কারখানা থেকে এসএম মালেহ রোডে নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এ প্রতিবেদন লেখার সময় বেলা পৌনে দুইটা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ আছে।
কারখানার সুইং সেকশনের শ্রমিক জয়নাল আবেদিন বলেন, কারখানা কর্তৃপক্ষ তিন দিনের ছুটি দিয়েছে। ছুটি নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের মারধর করেছেন মালিকপক্ষের লোকজন। কাটিং সেকশনের হেলপার মো. সবুজ বলেন, ‘শনিবার কাজ করে ঈদের তিন দিনের ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আমরা পাঁচ দিনের ছুটি চেয়েছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবি মানেনি।
সুইং সেকশনের অপারেটর আকলিমা বলেন, তাদের বলা হয়েছিল এক দিন জেনারেল ছুটিতে কাজ করলে দুই দিনের ছুটি দেয়া হবে। তারা তিনটি জেনারেল ছুটিতে কাজ করেছেন। ওই হিসাবে পাঁচ দিনের ছুটি পান। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের ভাষ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, শ্রম আইন অনুযায়ী প্রতিটি কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ বলেন, ছুটি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪ পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা জানান, ছুটি বৃদ্ধি নিয়ে রাসেল গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।