ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈদ ও বাজেট সামনে রেখে দেশে বেড়েছে গাড়ি আমদানি

ঈদ ও বাজেট সামনে রেখে দেশে বেড়েছে গাড়ি আমদানি

ঈদের পাশাপাশি বাজেট সামনে রেখে রেকর্ড সংখ্যক গাড়ি আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু চট্টগ্রাম বন্দরেই গত তিন মাসে ৩ হাজার ৮৫৪টি গাড়ি খালাস হয়েছে। এর মধ্যে মার্চের ১৩ দিনে খালাস হয়েছে ১ হাজার ৯৫৯টি গাড়ি। আর আমদানি করা গাড়ি থেকে ৭৪৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। চট্টগ্রাম বন্দরে গত তিন মাসে ভিড়েছে গাড়ি বহনকারী এ ধরনের ৭টি বিশেষ জাহাজ। আর খালাস করা হয়েছে ৩ হাজার ৮৫৪টি গাড়ি।

জানুয়ারিতে ২টি জাহাজে ৯৩২টি এবং ফেব্রুয়ারিতে আরও ২টি জাহাজে ৯৬৩টি গাড়ি খালাস হলেও মার্চে সব রেকর্ড ছাড়িয়ে যায়। ১১ থেকে ২৩ মার্চের মধ্যে মাত্র ১৩ দিনে ৩টি জাহাজে করে আমদানিকৃত ১ হাজার ৯৫৯টি বিভিন্ন মডেলের গাড়ি খালাস হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার প্রদীপ দাস বলেন, ঈদ উপলক্ষে গাড়ি আমদানির পরিমাণ বেড়েছে। এতে প্রায় দ্বিগুণ হয়েছে রাজস্বের পরিমাণও। চট্টগ্রাম বন্দরের বহুতল শেডের পাশাপাশি অন্যান্য শেডগুলো এখন আমদানি করা গাড়িতে পরিপূর্ণ। ১ হাজার ২৫০টি ধারণ ক্ষমতার বন্দরের শেডে বর্তমানে রয়েছে ১ হাজার ৭৩৪টি গাড়ি। এরমধ্যে ১ হাজার ৪৩০টি গাড়ি হলো সদ্য আমদানি করা।

বাকি ৩০০ গাড়ি নিলামে বিক্রির অপেক্ষায় রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরে প্রায় ১৪০০ ইউনিটের মতো গাড়ি রয়েছে। এছাড়া নিলামে বিক্রির জন্য গাড়ি রয়েছে প্রায় ৩০০টির মতো। সব মিলিয়ে ১৭০০টির মতো গাড়ি রয়েছে। এদিকে আমদানি করা গাড়ি থেকে ৭৪৮ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ। জানুয়ারিতে ২০০ কোটি টাকা রাজস্ব আদায় হলেও মার্চে তা ২৯৪ কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রতিটি গাড়ি থেকে ৮০০ থেকে ৮৫০ শতাংশ শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত