ঈদ উল ফিতর উপলক্ষে ১২ দিন বন্ধ থাকার পর সিলেটের তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আজ সোমবার থেকে চালু হবে। তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটি শেষে তামাবিল স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। তবে, জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ‘সাপ্তাহিক সরকারি ছুটি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। আজ সোমবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা রয়েছে।