ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বাতিল হলো পুঁজিবাজারের উপদেষ্টা কমিটি

বাতিল হলো পুঁজিবাজারের  উপদেষ্টা কমিটি

দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় এক যুগ আগে গঠন করা হয় পুঁজিবাজার উপদেষ্টা কমিটি। তবে গত প্রায় পাঁচ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ হয়ে পড়ায় এ কমিটি বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাজনৈতিক পটপরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন পুনর্গঠিত বিএসইসি সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বিএসইসির ওয়েবসাইট থেকে এ উপদেষ্টা কমিটি সরিয়ে নেওয়া হয়েছে। ২০১১ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছিল। পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে বিভিন্ন বিষয়ে অর্থমন্ত্রীকে পরামর্শ দিতেই উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সেসময় কমিটির আহ্বায়কের দায়িত্ব ছিলেন এসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। কমিটি ছিলো ১৭ সদস্যবিশিষ্ট। ২০১০ সালের শেষ দিকে পুঁজিবাজারে ধসের পরিপ্রেক্ষিতে খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিএসইসিকে নতুন করে ঢেলে সাজায় সরকার। পরের বছর ২০১১ সালের ২৩ আগস্ট বিএসইসিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক খায়রুল হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত