বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন বৈঠক করেছেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল যুক্তরাজ্য।
বাণিজ্য বাধা দূরীকরণের মাধ্যমে দুদেশের বাণিজ্য ভলিউম বাড়ানোর সুযোগ রয়েছে। গতকাল সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকে সংযুক্ত করতে যুক্তরাজ্যের বাণিজ্যদূতের প্রতি আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংস্কারসহ বিভিন্ন সংস্কারে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতার অংশ হিসেবে ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি বিল্ডিং ও ট্রেড পলিসি প্রণয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।