ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

‘অনিয়ম-দুর্নীতিতে’ রুগ্ন দশায় পড়া আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমানকে আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা ও দায়িত্ব দেয়া হয়েছে। মজিবুর রহমান গতবছর ডিসেম্বর থেকেই আইসিবি ইসলামী ব্যাংকের এমডির দায়িত্ব সামলে আসছিলেন। এবার তাকে পরিচালনা পর্ষদের দায়িত্বও দেয়া হল। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গতকাল বলেন, ‘আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষায় এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করতে’ কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, গত বুধবার আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়, আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের ‘দুর্বলতার’ কারণে মূলধন ও প্রভিশন ঘাটতি তৈরি হয়েছে। ব্যাংকের শ্রেণিকৃত বিনিয়োগ ও পুঞ্জীভূত ক্ষতির পরিমাণ বিপুল। ব্যবস্থাপনায় অস্থিরতা ও তারল্যসংকট তীব্র হয়েছে। আর্থিক সংকটের পাশাপাশি পর্ষদের নীতিনির্ধারণে দুর্বলতার কারণে ব্যাংকিং সুশাসন বিঘ্নিত হচ্ছে এবং এ ব্যাংকের পর্ষদ আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত