ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ডলারের পতনে স্বর্ণের দাম রেকর্ড ছাড়াল

ডলারের পতনে স্বর্ণের দাম রেকর্ড ছাড়াল

ডলারের মান আরো কমে যাওয়ায় গতকাল সোমবার স্বর্ণের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড়ে শেয়ারবাজারের মিশ্র প্রতিক্রিয়া চলমান রয়েছে। এ কারণে বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের আর্থিক ও বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারনসের এক প্রতিবেদনে বলা হয়, ইস্টার সানডে ছুটির কারণে এখনও কিছু বাজার বন্ধ থাকায় বাণিজ্য সীমিত ছিল। তবে এই সপ্তাহেই কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশিত হওয়ার কথা, যা মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্যযুদ্ধের প্রভাব সম্পর্কে ধারণা দেবে। একাধিক দেশ ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চাইছে যাতে হোয়াইট হাউসের শুল্কের প্রভাব থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। এই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো জাপান। তবে চীন গতকাল সোমবার সতর্ক করে দিয়ে বলেছে, কোনো দেশ যেন এমন কোনো চুক্তিতে না যায় যা বেইজিংয়ের স্বার্থকে ক্ষুণ্ণ করে। বিশ্বের অন্যসব দেশের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হলেও চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত