ও লেভেল ও এ লেভেল পরীক্ষার ফি কেন্দ্রের মাধ্যমে পাঠানো যাবে। অনুমোদিত পরীক্ষা কেন্দ্রগুলো ভর্তি ও পরীক্ষাসংশ্লিষ্ট ফি টাকায় সংগ্রহ করতে পারবে। এই পরীক্ষাগুলোর মধ্যে আরও আছে টোফেল, এসএটি, ইত্যাদি এবং স্বীকৃত বিদেশি একাডেমিক সংস্থা/কর্তৃপক্ষের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের বিদেশি শিক্ষা কার্যক্রম। গত সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এরইমধ্যে সব ব্যাংককে এ আদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষ কর্তৃক যথাযথভাবে অনুমোদিত হতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুসারে, ব্যাংকগুলো ইনভয়েসের ভিত্তিতে এবং বিস্তারিত তথ্যসংবলিত বিবরণীর ভিত্তিতে বিদেশে অর্থ পাঠাতে পারবে। রেমিট্যান্স কার্যকর করার আগে ব্যাংকগুলোকে পরীক্ষাকেন্দ্রগুলোর কাছ থেকে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা নিতে হবে।
এর আগে ব্যাংকগুলোকে এ ধরনের রেমিট্যান্সের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো। নতুন প্রজ্ঞাপনের ফলে এখন থেকে ব্যাংকগুলো বাংলাদেশে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের (যেমন ও, এ বা এএস লেভেল) পরীক্ষার জন্য রেমিট্যান্স পাঠাতে পারবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই। এছাড়া টোয়েফল, এসএটি ইত্যাদির পরীক্ষার ফিও এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে প্রেরণযোগ্য হবে।