বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) সেবাকে আরও জনবান্ধব ও সহজীকরণ করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের নিয়ে গণশুনানির আয়োজন করেছে বিএসটিআই। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার। গণশুনানিতে পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিল, পরিচালক (মেট্রোলজি) মো. আবদুল মান্নান, পরিচালক (পদার্থ) শামীম আরা বেগম, পরিচালক (সিএম) মো. সাজ্জাদুল বারী, পরিচালকসহ (মান) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণশুনানিতে নিউজিল্যান্ড ডেইরি, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, এসিআই লিমিটেড, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট গোদরেজ হাউসহোল্ড প্রোডাক্টস (বিডি) প্রাইভেট লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাট্রিজ লিমিটেড, আরএফএল গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়ী ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিএসটিআই’র সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি