ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রণোদনা প্যাকেজ ঋণ

টার্গেট পূরণ করেছে প্রাইম ব্যাংক

টার্গেট পূরণ করেছে প্রাইম ব্যাংক

কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণের শতভাগ টার্গেট পূরণ করেছে প্রাইম ব্যাংক। আজ এ ঋণ বিতরণের শেষ সময়সীমার পূর্বেই সম্পূর্ণ ঋণ বিতরণ সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক। কোভিড-১৯ এর কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ব্যবসায়ের মন্দাবস্থা কাটিয়ে উঠতে তাদের সাহায্য করতে স্বপ্রণোদিতভাবে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক। সুদের হারে ভর্তুকিসহ এ ঋণ সুবিধা উদ্যোক্তাদের মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করবে।

বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া টার্গেট অনুযায়ী প্রাইম ব্যাংক ২৫০ কোটি টাকা ঋণ বিতরণ সম্পন্ন করেছে। এর ফলে ২,৩৮৮ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এ ঋণ সুবিধা পেয়েছে। মহামারির ভয়াবহ ক্ষতি কাটিয়ে ওঠে সিএমএসএমই উদ্যোক্তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে এ সহজ ঋণ সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত