ব্রোকারেজ হাউসের শাখা খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২০, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

স্টক ব্রোকার হাউসের শাখা খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এর মাধ্যমে ব্রোকারেজ হাউসের শাখা খোলার প্রতিবন্ধকতা দূর হলো। গতকাল বুধবার বিএসইসি থেকে ব্রোকারেজ হাউসের শাখা খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত চিঠি স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। এতে উপ-পরিচালক মো. ফারুক হোসেন সই করেছেন।

চিঠিতে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের অধীনে কমিশনের নিবন্ধনকৃত ব্রোকারেজ হাউসের শাখা অফিস খোলা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কমিশনের ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ইস্যুকৃত নির্দেশনাটি প্রত্যাহার করা হলো। এর আগে ১৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ পর্যায়ে ব্রোকারেজ হাউসের ডিজিটাল বুথ স্থাপনের সুযোগ দিয়ে নির্দেশনা জারি করে বিএসইসি।