২০২০-২১ অর্থবছর
বাজেট বাস্তবায়ন হয়েছে ৮১ শতাংশ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জোনায়েদ মানসুর
বাজেট বাস্তবায়নের ধীরগতি থেকে বের হতে পারছে না বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরেও সংশোধিত বাজেট পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ অর্থবছরের বাজেট বাস্তবায়ন হয়েছে মাত্র ৮১ শতাংশ। এর আগের অর্থবছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে বাস্তবায়ন হয়েছে মাত্র ৭৭ শতাংশ। আর গত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার ছিল ৭৮ দশমিক ৪ শতাংশ। এর আগে অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ৭৬ শতাংশ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট বাস্তবায়নের এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে চানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রশাসনিক অদক্ষতা বা বরাদ্দকৃত অর্থ ব্যয়ের সক্ষমতা অর্জনের ব্যর্থতার কারণে বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, অতীতে দেখা গেছে, দুই-একবার ছাড়া কোনোবারই বাজেটের পুরো অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এমনকি সংশোধিত বাজেটও পুরোপুরি বাস্তবায়ন করা যায় না। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বাজেট বাস্তবায়নের গতি আরও শ্লথ হয়েছে বলে জানান তিনি।
এদিকে গত অর্থবছরে মোট রাজস্ব প্রাপ্তির ৮৭ শতাংশ আদায় করা সম্ভব হয়েছে। এ আদায়ের মধ্যে এনবিআর হিস্যা হচ্ছে ৮০ শতাংশ। গত অর্থবছরে বাজেট ঘাটতি হয়েছে ৪ দশমিক ৪৯ শতাংশ। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সবচেয়ে শীর্ষে আছে সুদ ব্যয় পরিশোধ। এ খাতে ব্যয় হয়েছে ১১০ ভাগ অর্থ। এর পরেই রয়েছে প্রতিরক্ষা (১০৭ শতাংশ)। শিক্ষা ৯১ শতাংশ, এলজিআরডি ৮৯ শতাংশ, পাবলিক অর্ডার অ্যান্ড সেফটি ৮৮ দশমিক ৫ শতাংশ। কৃষি ৮১ শতাংশ এবং স্বাস্থ্য ৭৬ শতাংশ।
সূত্র জানায়, গত এক দশকে বাজেট বাস্তবায়ন প্রায় ১৫ ভাগ কমে গেছে। যেমন ১০ বছর আগে বাজেট বাস্তবায়নের হার ছিল ৯৭ শতাংশ। সেখানে ২০১৯-২০ অর্থবছরে তা কমে হয়েছে ৮০ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকা। কিন্তু বছর শেষে বাস্তবায়ন হয়েছে ১ লাখ ১ হাজার ৬০৮ কোটি টাকা।
২০১০-১১ অর্থবছরে ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। অর্থবছর শেষে বাজেট বাস্তবায়ন হয়েছে ৯৭ দশমিক শূন্য ৬ শতাংশ। ২০১১-১২ অর্থবছরে বাজেটের আকার ছিল ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা। অর্থবছর শেষে ব্যয় করা অর্থের পরিমাণ ১ লাখ ৫২ হাজার ৪২৮ কোটি টাকা। বাস্তবায়নের হার ৯২ দশমিক ১৮ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে বাজেটের আকার ছিল ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা। অর্থবছর শেষে ব্যয় হয় ১ লাখ ৭৪ হাজার ১৩ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে বাজেট বাস্তবায়নের হার ছিল ৯০ দশমিক ৭৬ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরে প্রথমবারের মতো বাজেটের আকার ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা করা হয়। বছর শেষে বাজেটের ব্যয় হয় ১ লাখ ৮৮ হাজার ২০৮ কোটি টাকা। বাস্তবায়নের হার ৮৪ দশমিক ৫৯ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে বাজেটের আকার ছিল ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। বাস্তবায়ন করা হয় ২ লাখ ৪ হাজার ৩৮০ কোটি টাকা। বাজেট বাস্তবায়নের হার ছিল ৮১ দশমিক ৫৯ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। পরে তা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৫৬৫ কোটি টাকা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে ২ লাখ ৩১ হাজার ৬৫৩ কোটি টাকা। বাস্তবায়নের হার ছিল ৭৮ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে ২০১৬-১৭ অর্থবছরে বাজেটের আকার ছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। বাস্তবায়ন হয়েছে ৭৬ শতাংশ।
অন্যদিকে ২০১৭-১৮ অর্থবছরে বাজেটের আকার ছিল ৪ লাখ ২৬৬ কোটি টাকা। সংশোধিত বাজেটে ২৮ হাজার ৭৭১ কোটি টাকা কাটছাঁট করা হয়। বছর শেষে বাস্তবায়নের হার দাঁড়ায় ৮০ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা নির্ধারণ করা হয়। সংশোধিত বাজেটে আকার দাঁড়ায় ৪ লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা। প্রকৃত বাস্তবায়ন হয় ৩ লাখ ৯১ হাজার ৬৯০ কোটি টাকা। বাস্তবায়নের হার ছিল ৮৮ শতাংশের কম।