ঢাকা ওয়াসা ও টেলিটক বাংলাদেশের মধ্যে চুক্তি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাকা ওয়াসার ই-পিআরভি ও ইন্টারনেট ফ্লো-মিটারের ইন্টারনেট কানেক্টিভিটির জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে এক চুক্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওয়াসা ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ওয়াসার পক্ষে মো. মোখলেছুর রহমান, ফোকাল পারসন (স্ক্যাডা এবং ই-পিআরভি) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে মো. সাইফুর রহমান খান, উপমহাব্যবস্থাপক (করপোরেট সেলস অ্যান্ড আইবি) চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একেএম সহিদ উদ্দিন, পরিচালক (কারিগরি) ঢাকা ওয়াসা, মো. কামরুল হাসান, প্রধান প্রকৌশলী, ঢাকা ওয়াসা, মো. ওয়াহিদুল ইসলাম মুরাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ডব্লিউএসটিপি সার্কেল), ঢাকা ওয়াসা, মো. আবিদ হোসেন, নির্বাহী প্রকৌশলী (ডব্লিউএসটিপি সার্কেল), ঢাকা ওয়াসা এবং মো. বেলাল উদ্দিন সজীব, সহকারী ব্যবস্থাপক (করপোরেট সেলস), টেলিটক বাংলাদেশ লিমিটেড, শহিদুল ইসলাম, জ্যেষ্ঠ নির্বাহী (করপোরেট সেলস), টেলিটক বাংলাদেশ লিমিটেড ও কাজী মোহাম্মাদ এহসান, নির্বাহী (করপোরেট সেলস), টেলিটক বাংলাদেশ লিমিটেড। সংবাদ বিজ্ঞপ্তি