প্রশ্ন : কার ওপর কোরবানি করা ওয়াজিব?
উত্তর : জিলহজ মাসের ১০, ১১ বা ১২ তারিখে তথা কোরবানির দিনগুলোতে মুসলিম নর-নারীর কেউ সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন ভরি রুপার মালিক হলে বা এর কোনো একটির সমমূল্যের সম্পদ কিংবা নগদ টাকার মালিক হলে তার ওপর কোরবানি করা ওয়াজিব। তবে শর্ত হলো (নেসাব পরিমাণ) এ নগদ অর্থ বা সম্পদ ঋণ থাকলে ঋণ পরিশোধের পর হতে হবে এবং তার ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে অতিরিক্ত হতে হবে। কোরবানিদাতা মুসাফির না হতে হবে। (ফতোয়া রহিমিয়া : ১০/৩৫, ফতোয়া শামি : ৬/৩১২)।
প্রশ্ন : উট, গরু ও মহিষে কোরবানির অংশের সঙ্গে আকিকার অংশ রাখা যাবে কি?
উত্তর : হ্যাঁ, রাখা যাবে। (ফতোয়া রহিমিয়া : ১০/২৫)।