ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আশুরার রোজা রাখার নিয়ম

ইবনুল ইহসান
আশুরার রোজা রাখার নিয়ম

আশুরার দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এ দিন রোজা রাখা মুস্তাহাব। তবে এরচেয়ে উত্তম হলো, ১০ মহররমের আগে বা পরে ৯ বা ১১ তারিখে একদিন অতিরিক্ত রোজা রাখা। ৯ তারিখে রাখতে পারলে ভালো। কারণ হাদিসে ৯ তারিখের কথা স্পষ্টভাবে বলা হয়েছে।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুল (সা.) যখন আশুরার রোজা রাখছিলেন এবং অন্যদের রোজা রাখতে বলেছিলেন, তখন সাহাবীরা বললেন-

ইয়া রাসুলাল্লাহ! এ দিনকে তো ইহুদি-নাসারারা সম্মান করে? তখন নবীজি বললেন-

তাহলে আগামী বছর আমরা ৯ তারিখেও রোজা রাখব- ইনশাআল্লাহ। কিন্তু সেই আগামী বছর আসার আগেই নবীজির ইন্তেকাল হয়ে যায়। (মুসলিম : ১১৩৪)।

‘৯ তারিখ রোজা রাখব’ মানে ১০ তারিখের সঙ্গে ৯ তারিখ মিলিয়ে রাখব। এজন্য ইবনে আব্বাস রা. বলতেন- ‘তোমরা ৯ তারিখ এবং ১০ তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। (তিরমিজি : ৭৫৫)।

আর সবচেয়ে উত্তম হয়, ১০ তারিখের সঙ্গে মিলিয়ে আগে-পরে আরো দুটি রোজা রাখা। ৯, ১০ ও ১১ সর্বমোট তিনটি রোজা রাখা। কারণ, পুরো মহররম মাসব্যাপী রোজার কথা তো সহিহ হাদিসে আছে। (ফাতহুল বারি, ইবনে হাজার রাহ. ৪/২৪৬, মাসিক আল কাউসার)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত