মরুর ফুল : কাব্যে রচিত নবীজীবন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শরিফ আহমাদ
বইয়ের নাম : মরুর ফুল
লেখক : আতাউর রহমান আলহাদী
প্রকাশনায় : রাহনুমা প্রকাশনী, ইসলামি টাওয়ার বাংলাবাজার।
পৃষ্ঠা : ২৪০, মুদ্রিত মূল্য : ৫০০ টাকা
সিরাত চর্চা করা গুরুত্বপূর্ণ বিষয়। মোমিনদের নৈতিক দায়িত্ব। বাজারে বড়দের উপযোগী সিরাতের বিভিন্ন বই আছে। কিন্তু শিশু-কিশোর উপযোগী বই একেবারে কম। আর ছড়া কাব্যের পূর্ণাঙ্গ বই নেই বললেই চলে। এ বিষয়ে কলম ধরেছেন কবি আতাউর রহমান আলহাদী। ঝরঝরে অন্ত্যমিলের ছোঁয়ায় লিখেছেন পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ মরুর ফুল। বাইতুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত গত ইসলামী বইমেলা-২০২৩ উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে মরুর ফুল নামের বইটি। মরুর ফুল শিশু-কিশোরদের উপযোগী একটি ছড়ার বই। এ বইয়ে ছড়ায় ছড়ায় গোলাপের মতো হেসে উঠেছে প্রিয় নবীর প্রিয় জীবন। নবীজীবনের নানান অনুষঙ্গ। ইসলামপূর্ব আরবের আর্থসামাজিক অবস্থা থেকে নিয়ে নবী (সা.)-এর জন্ম ও মৃত্যু অবধি ঘটে যাওয়া নানান স্মৃতি ও ঘটনাপ্রবাহের এক উজ্জ্বল চিত্র চিত্রায়িত হয়েছে মরুর ফুল গ্রন্থটিতে। বইটি সম্পর্কে একুশে পদক প্রাপ্ত কবি আল মুজাহিদী লিখেছেন, মরুর ফুল এর পাণ্ডুলিপি আমি পাঠ করেছি। লেখক অত্যন্ত আন্তরিকভাবে রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে অবলোকন করেছেন। ছড়া-কাব্যের এই গ্রন্থটিতে যেমন ইতিহাস উঠে এসেছে, তেমন এর সঙ্গে যোগ হয়েছে শিল্পের অনুষঙ্গটিও। স্তবকে স্তবকে শ্রুতিমধুর অবারিত অন্ত্যমিল তার সুপ্ত শিল্পগুণকে ফুটিয়ে তুলেছে। এখানে ছড়ায়-ছন্দে ভাবের দ্যোতনা ও ইতিহাসের সত্যতা ফুটে উঠেছে। ছন্দ সম্পর্কে তার যে অর্জন আমি লক্ষ করেছি, সেটি তাকে সাহিত্য রচনায় আগামী প্রজন্মের পথিকৃৎ করে তুলবে। এতটুকু কথা আমি স্পষ্ট করেই বলতে পারি । লেখক মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসমাপ্ত কাব্যগ্রন্থ মরুভাস্কর-এর পূর্ণাঙ্গ রূপ দিতে এ প্রয়াস চালিয়েছেন ।? ২০১৫ ইং সালে রচনা শুরু করে ২০১৭ ইং এসে রচনার কাজ সমাপ্ত করেন। সূচিপত্রে তার মুন্সিয়ানা ও পরিশ্রমের নজির পাওয়া যায়। কবি মহিউদ্দিন আকবরের করা ঝকঝকে প্রচ্ছদ ও আঁকা বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। শিশু-কিশোরদের মনন বিকাশ ও কাব্যপ্রেমী মানুষের কাছে বইটি সাদরে সমাদিত হবে বলে আশা করা যায়। বইটি rokomari.com এ পাওয়া যাচ্ছে।