হাদিস থেকে শিখি
মুসলমানকে গালি দেওয়া পাপ
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হাদিস : আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত, নবী (সা.) বলেছেন, মুসলমানকে গালি দেওয়া পাপ আর (মুসলমানের সঙ্গে) লড়াই করা কুফরি। (বোখারি : ৬০৪৫)।
হাদিস থেকে শিক্ষা : গালি মানে মন্দ কথা। যে কথা শোনার উপযোগী নয়। শুনতে খারাপ লাগে। যাকে এককথায় বলে অশ্রাব্য ভাষা। অশ্লীল ও নোংরা বিষয়ের সঙ্গে জড়িয়ে মা-বাবা, জ্ঞাতি-গোষ্ঠী বা বোনের নাম নিয়ে বাজে কথা বলাকে গালি বলা হয়। এটা গোনাহের কাজ। মোমেন বান্দা কাউকে গালি দিতে পারে না। চাই সেটা যে কোনো প্রেক্ষাপটেই হোক না কেন। অধীনের কর্মচারী নিয়ন্ত্রণ বা গালগপ্পে বন্ধুর আসর। কোনো অবস্থাতেই মোমেন ব্যক্তির মুখের ভাষা অশ্লীল হতে পারে না। নবী (সা.) গালি দেওয়াকে ফুসুক বলেছেন। ফুসুক শব্দের আভিধানিক অর্থ বের হয়ে যাওয়া। ইসলামি শরয়ি পরিভাষায়, আল্লাহ ও তার রাসুলের আনুগত্য থেকে বের হয়ে যাওয়াকে ফুসুক বলে। (ফাতহুল মুলহিম: ২/২১)। এ হাদিসের ব্যাখ্যায় মুফতি রাফি উসমানি (রহ.) বলেন, হাদিসে মুত্তাকি বা নেককার শব্দের উল্লেখ করা হয়নি, এতে বোঝা যায়, যে কোনো শ্রেণির মুসলমানকে গালি দেওয়া জায়েয নেই। (দরসে মুসলিম : ৪২০)।
গ্রন্থনা : মুফতি দিদার শফিক, মুহাদ্দিস ও মিডিয়াকর্মী