হাদিসের বাণী : হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুল সা. বলেছেন, যখন রমজান আগমন করে তখন (আল্লাহর) রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। (মুসলিম : ১০৭৯-২)। অন্য হাদিসে এসেছে, রমজান শুরু হলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। (বোখারি : ১৮৯৯)।
উপরিল্লেখিত হাদিস দুটো থেকে প্রমাণিত হয় রমজান মাসে দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করার সুবর্ণ সুযোগ আসে। তাই রমজানে ইবাদতের বিষয়ে গুরুত্ব আরোপ করা অতীব জরুরি। রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভের এক অন্যতম মাধ্যম। হাদিসে বর্ণিত আছে- নবী (সা.) বলেছেন, নিশ্চয় আল্লাহতায়ালা রমজান মাসের প্রত্যেক দিবস ও রজনীতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।
আর প্রত্যেক মোমেন বান্দার একটি করে দোয়া অবশ্যই কবুল করেন। (মুসনাদে আহমদ : ৭৪৫০)।
এ হাদিস থেকে বোঝা যায়, রমজানের অন্যতম আমল হলো, রোজা পালন ও তারাবিহ নামাজ পড়ার সঙ্গে সঙ্গে রমজানে বান্দা আল্লাহর কাছে নিজ গোনাহের জন্য বেশি বেশি ক্ষমা চাওয়া এবং বিভিন্ন দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিজ হাজত পূরণ করে নেওয়া। রমজান বান্দা ও রবের মধ্যে একটি মধুর সম্পর্ক তৈরি করে দেয়।
গ্রন্থনা : জুনাইদ ইসলাম মাহদি