ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

যে কারণে রোজা ভাঙবে না

জুনাইদ ইসলাম মাহদি
যে কারণে রোজা ভাঙবে না

১. ইনজেকশন, ইনসুলিন বা টিকা নিলে রোজা ভাঙবে না। ( ফাতাওয়ায়ে উসমানি : ২/১৮৬)।

২. রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। ( ফাতওয়া আলমগিরি : ১/২০৩)।

৩. ভুলে পানাহার করলে রোজা ভাঙবে না। তবে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে পানাহার থেকে বিরত থাকতে হবে। (বোখারি : ১৯৩৩)।

৪. নাকের শ্লেষ্মা বা মুখের লালা গিলে ফেলার কারণে রোজা ভাঙবে না। (ফাতাওয়া আমলগিরি : ১/২০৩)।

৫. রোজা রেখে চোখে সুরমা, শরীরে তেল বা আতর ব্যবহার করলে রোজা ভাঙবে না। (ফাতহুল কাদির : ৪/৩২৭)।

৬. মশা-মাছি, ধুলা-বালু বা ধোঁয়া হঠাৎ গলার ভেতর চলে গেলে রোজা ভাঙবে না। (রদ্দুল মুহতার : ২/৩৯৫)।

৭. রোজা অবস্থায় রক্ত দিলে বা গ্রহণ করলে রোজা ভাঙবে না। (ফাতহুল কাদির : ৪/৩২৭)।

৮. দাঁত থেকে রক্ত বের হওয়ার কারণে রোজা ভাঙবে না। তবে গলার ভেতর তথা পেটে রক্ত চলে গেলে রোজা ভেঙে যাবে। (ফতওয়া শামি : ২/৩৯৪)।

৯. স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। (বাদায়েউস সানায়ে : ২/৯১)।

১০. অনিচ্ছায় নিজে নিজে বমি হলে। (বাদায়েউস সানায়ে : ২/৯২)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত