ওলামায়ে কেরামের বয়ানে আরবি ভাষা

পাঠ ও অনুশীলনের দিকনির্দেশনা

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বই : ওলামায়ে কেরামের বয়ানে আরবি ভাষা

গ্রন্থকার : মহিউদ্দীন ফারুকী

প্রকাশক : দারুল আরাবিয়্যাহ

পৃষ্ঠা : ৩৬৮

মূল্য : ৩৫০

সংযোগ : ০১৯২৩ ৬২৩ ৬৮৩

আরবি ভাষাবিদ, আরবি ভাষার গবেষক ও প্রশিক্ষক মহিউদ্দীন ফারুকী প্রণীত অনবদ্য গ্রন্থ ‘ওলামায়ে কেরামের বয়ানে আরবি ভাষা’। দেশের শীর্ষস্থানীয় আলেমদের জবানে বিধৃত আরবি ভাষার নানামুখী আলোচনা সম্বলিত বইটি বাংলা ভাষায় আরবি বিষয়ে সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী সংযোজন। বইটিতে গ্রন্থকারের অভিনব চিন্তা ও দীর্ঘ ঐকান্তিক প্রচেষ্টার ছাপ রয়েছে। এটি মূলত আরবি ভাষার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং আরবি নিয়ে ওলামা-মাশায়েখ, লেখক, গবেষক ও আরবি ভাষাবিদদের নানাবিধ অভিজ্ঞতা ও পরামর্শসম্বলিত অতি মূল্যবান ৪৭টি আলোচনার সংকলন। আরবি ভাষা চর্চার ক্ষেত্র, সম্ভাবনা, প্রতিকূলতা, চ্যালেঞ্জ ও উত্তরণের পন্থা-এর সবই খুব গভীর থেকে উঠে এসেছে বইয়ের পাতায় পাতায়। শিক্ষকের শিক্ষাভাবনা, গবেষকের গবেষণা, সাহিত্যিকের সাহিত্যবোধ, শাস্ত্রজ্ঞের শাস্ত্রীয় মূল্যায়ন গ্রন্থটির প্রয়োজনীয়তাকে বেশ গুরুত্ববহ করে তুলেছে। পাশাপাশি প্রত্যেক আলোচকই নিজ নিজ বয়ানে তুলে ধরেছেন আরবি ভাষা শেখার উন্নত ও কার্যকরী পদ্ধতির কথা। বাদ যায়নি লেখালেখি, অনুবাদ, আত্মোন্নয়ন, কর্মের ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

প্রতিটি আলোচনাই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। বইটি আরবি ভাষার শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে বিস্তৃত ও সমৃদ্ধ করবে বলে আশা করা যায়। বর্ণনা ও তথ্যের উপস্থাপনায় মনে হলো আরবি ভাষার শিক্ষকগণও এখানে পাবেন প্রয়োজনীয় রসদ ও পাথেয়। কওমি ও আলিয়া মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের আরবিসংশ্লিষ্ট সবার জন্য বইটি হতে পারে সহায়ক ও উপকারী গ্রন্থ। আরবি ভাষার শিক্ষকদের পাঠদান ও শিক্ষার্থীদের অধ্যয়নে গ্রন্থটি ভিন্ন মাত্রা যোগ করবে এবং বাংলাদেশে আরবি ভাষার চর্চাকে বেগবান করতে বিশেষ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। বইটি প্রকাশ করছে মারকাযুল লুগাতিল আরাবিয়্যার প্রকাশনা প্রতিষ্ঠান দারুল আরাবিয়্যাহ। উন্নত হার্ডকভারে মোড়ানো ৩৬৮ পৃষ্ঠার বইটির নির্ধারিত মূল্য ৩৫০ টাকা। সংগ্রহের জন্য দারুল আরাবিয়্যার ০১৯২৩৬২৩৬৮৩ নম্বরে সরাসরি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে। অনলাইন বই বিক্রেতা ওয়াফিলাইফ থেকেও সংগ্রহ করা যাবে বইটি।