ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুসলিম বিশ্ব পরিচিতি : বাহরাইন

মুসলিম বিশ্ব পরিচিতি : বাহরাইন

বাহরাইন নামের অর্থ ‘দুই সমুদ্র’। একসময় স্বর্গদ্বীপ হিসেবে একে অভিহিত করা হতো। উপসাগরের এ দেশটিতেই প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। শোধনাগারও তারাই প্রথম তৈরি করে। ছোট্ট দ্বীপরাষ্ট্র বাহরাইনের অবস্থান দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের পশ্চিমে। এ দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপের দৈর্ঘ্য ৫৫ আর প্রস্থ ১৮ কিলোমিটার। এর পশ্চিমে সৌদি আরব এবং পারস্য উপসাগরের ২০০ কিলোমিটার উত্তরে ইরান; দক্ষিণ-পূর্বে কাতার। বাহরাইনে ব্রিটিশ উপনিবেশ ছিল। ১৯৭১ সালে এরা স্বাধীনতা লাভ করে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এদের সুসম্পর্ক তৈরি হয়; যা আজও অব্যাহত। ১৭৮৩ সাল থেকেই বাহরাইন শাসন করে খলিফা পরিবার। সাংবিধানিকভাবে রাজতান্ত্রিক এ দেশে নির্বাচিত পরিষদ রয়েছে। সুন্নিপ্রধান সরকারের কাছ থেকে আরো ক্ষমতা দাবি করতে শুরু করে সংখ্যাগুরু শিয়ারা। অর্থাৎ শিয়া-সুন্নি বিরোধও রয়েছে।

২০১১ সালে গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরু হলে সরকার তা শক্ত হাতে দমন করে। আকারে ক্ষুদ্র হলেও তেলসম্পদের কারণে অর্থনৈতিকভাবে দেশটি সমৃদ্ধ। দেশটির ব্যাংকিং খাতও শক্তিশালী। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট অবস্থান করছে। বাদশাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। প্রশাসন ও সেনাবাহিনীতেও বাদশার কাছের লোকজনকেই নিয়োগ দেয়া হয়েছে।

একনজরে গুরুত্বপূর্ণ তথ্য

পুরো নাম : কিংডম অব বাহরাইন

রাজধানী : মানামা

সরকারি ভাষা : আরবি

সরকার : ইউনিটারি পার্লামেন্টারি কন্সটিটিউশনাল মনার্কি

বাদশা : হামাদ বিন ঈসা আল খলিফা

প্রধানমন্ত্রী : খলিফা বিন সালমান আল খলিফা

আইনসভা : জাতীয় পরিষদ

স্বাধীনতা লাভ : ১৪ আগস্ট ১৯৭১

আয়তন : মোট ৭৬৫ বর্গকিলোমিটার

জনসংখ্যা : ১৩ লাখ ৪৩ হাজার

ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ৬২৬ দশমিক ৬

জিডিপি : মোট ৩৪ দশমিক ৯০৮ বিলিয়ন ডলার

মাথাপিছু : ২৯ হাজার ১৪৬ ডলার

মুদ্রা : বাহরাইনি দিনার

গ্রন্থনা : জুনাইদ ইসলাম মাহদি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত