ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মুফতি দিদার শফিক

সাবেক শিক্ষক, জামেয়া ইসলামিয়া ইসলামবাগ, চকবাজার, ঢাকা
মুফতি দিদার শফিক

প্রশ্ন : নফল নামাজ জামাতে পড়ার হুকুম কী?

উত্তর : রমজান মাস ছাড়া অন্য সময় নফল নামাজে জামাত করা অনুচিত। (আদ্দুররুল মুখতার : ২/৫০০, ফাতওয়া হিন্দিয়া: ১/৮৩)।

প্রশ্ন : ঘুসের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি?

উত্তর : ঘুসের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না। প্রথমত চেষ্টা করতে হবে যার কাছ থেকে ঘুস নেয়া হয়েছে, তার টাকা তার কাছে পৌঁছিয়ে দেয়া।

এটা সম্ভব না হলে সওয়াবের নিয়ত ছাড়া মসজিদণ্ডমাদ্রাসার টয়লেট নির্মাণের কাজে ঘুসের টাকা ব্যবহার করতে পারবে। (জামে তিরমিজি : ১/৩, রদ্দুল মুহতার: ২/৪৩১)

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত