ঢাকা ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হাদিসের গল্প

সাবেত চৌধুরী
হাদিসের গল্প

বনী ইসরাইলের এক লোক আরেকজনের কাছে এক হাজার দিনার ঋণ চাইল। ঋণদাতা বলল, ‘সাক্ষী হিসেবে কাউকে উপস্থিত করো, যেন ঋণ দিতে পারি।’ সে বলল, ‘সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ ঋণদাতা বলল, ‘তাহলে একজন দায়িত্বশীল উপস্থিত করো।’ সে পুনরায় একই উত্তর দিলো। ঋণদাতা এতে সন্তুষ্ট হয়ে বলল, ‘তুমি সত্যিই বলেছ। তবে নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে তোমাকে এক হাজার দিনার দেব।’

উভয়ের সম্মতিতে একটা সময় নির্ধারিত হলো। ঋণগ্রহীতা ব্যবসার উদ্দেশ্যে সামুদ্রিক সফর করলো। আল্লাহর রহমতে নির্ধারিত সময়েই তার যাবতীয় কাজ সমাধা হলো। বিপত্তি ঘটলো, ঋণদাতার নির্ধারিত সময় সন্নিকটে। কোনো নৌযান মিলছে না। বুঝতে পারল, কিছুতেই সে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারবে না। ওয়াদাও রক্ষা করতে পারবে না। তখন সে এক টুকরো কাঠ ছিদ্র করল। ঋণদাতার নাম উল্লেখ করে একটি পত্র ও এক হাজার দিনার ছিদ্রে রাখল।

এরপর ছিদ্রটি বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল, হে আল্লাহ?! তুমি তো জানো, আমি অমুকের কাছে এক হাজার দিনার ঋণ চেয়েছিলাম, সে আমার কাছে দায়িত্বশীল চেয়েছিলো। আমি বলেছিলাম, ‘আল্লাহ দায়িত্বশীল হিসেবে যথেষ্ট।’ এরপর সে আমার কাছে সাক্ষীও চেয়েছিলো। আমি বলেছিলাম, ‘সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ তাতে সে সন্তুষ্ট চিত্তে আমাকে এক হাজার দিনার ঋণ দেয়। আমি তার ঋণ যথাসময়য়ে পরিশোধের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু নৌযান না পাওয়ায় সময়মতো তার ঋণ পরিশোধ করতে পারছি না। তাই আমি তোমার কাছেই আমার বিষয়টি অর্পণ করলাম। তুমিই উত্তম কর্মবিধায়ক।

সে কাঠের টুকরোটি সমুদ্রে নিক্ষেপ করল। অবশেষে কাষ্ঠখণ্ডটি সমুদ্রে ভাসতে ভাসতে দৃষ্টি সীমানার আড়াল হলো। ওদিকে ঋণদাতা সমুদ্রের তীরে গেল এ বিশ্বাস নিয়ে যে, ঋণগ্রহীতা অবশ্যই নির্ধারিত সময় আসবে। না, কোনো নৌযানের দেখা মিললো না। হঠাৎ তার দৃষ্টি একটি কাঠের টুকরোর ওপর পড়ল। সে কাষ্ঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। এক সময় সে তা দ্বিখণ্ডিত করল। তখন সে এক হাজার দিনার ও পত্রটি পেয়ে গেল। অবাক বিস্ময়ে ভাবলো, লোকটি কথা রেখেছে। কিন্তু এভাবে ঋণ আদায় করবে, সে কখনও ভাবেনি।

কিছুদিন পর ঋণগ্রহীতা এক হাজার দিনার নিয়ে উপস্থিত হলো। বলল, ‘আল্লাহর কসম! আমি তোমার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নৌযানের খোঁজে ছিলাম। কিন্তু কোনো নৌযান পাইনি।’ ঋণদাতা বলল, ‘তুমি কি আমার কাছে এর আগে কিছু পাঠিয়েছিলে?’

ঋণগ্রহীতা বলল, ‘আমি তো তোমাকে বললামই যে, এর আগে আমি কোনো নৌযান পাইনি।’ সে বলল, ‘তুমি কাঠের টুকরোয় ভরে যা পাঠিয়েছিলে, তা আল্লাহতায়ালা তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছেন।’ (বোখারি : ২২৯১, ফাতহুল বারি : ৪/৪৭১)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত