অবিনশ্বর এক আদর্শ ও প্রেরণার নাম বঙ্গবন্ধু
রায়হান আহমেদ তপাদার
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আজকের লেখার শুরুতে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেইসঙ্গে স্মরণ করছি ১৫ আগস্টে যারা শাহাদত বরণ করেছেন তাদের সবাইকে। তাদের আত্মার শান্তি কামনা করছি। ১৫ আগস্ট ১৯৭৫ বিশ্বের ইতিহাসে এক কালো এবং বর্বরতম ঘটনা। কারণ ওইদিন খুব সকালে নৃশংসভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে তারা জাতি হিসেবে বিশ্বের মানুষের কাছে আত্মঘাতী চরিত্রই প্রকাশ করেছে। ১৯৭৫ সালের ১৬ আগস্ট দ্য টাইমস অব লন্ডনে প্রকাশিত সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সারা জীবন বিশ্ব স্মরণ করবে। কারণ তাকে ব্যতীত বাংলাদেশের বাস্তব কোনো অস্তিত্ব নেই। একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় উল্লেখ করা হয়, বঙ্গবন্ধুর ন্যক্কারজনক হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে মনে করছে এবং করবে বাংলাদেশের জনসাধারণ। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ঘৃণা জানানোর ভাষাও জানা নেই। জাতি তাদের কোনোদিন ক্ষমা করবে না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যা করা হয়, কিন্তু বিচারের কার্যক্রম শুরু হয় অনেক বছর পরে। এটাও জাতির জন্য আরেক দুর্ভাগ্যজনক অধ্যায়। ১৯৯৬ সালের ২ অক্টোবর ধানমন্ডি থানায় মামলা হয় এবং হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালের ১২ নভেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচারের গতিশীলতা ফিরে পায় বাঙালি জাতি ও দেশের নাগরিক।