ঢাকা ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মাঠে গড়াল সিনিয়র ও দ্বিতীয় বিভাগ

মাঠে গড়াল সিনিয়র ও দ্বিতীয় বিভাগ

ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ও সিনিয়র ডিভিশন লিগ শেষবার হয়েছে বছর তিনেক আগে। বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান মহানগরী লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর গতকাল একই দিনে মাঠে গড়াল সিনিয়র ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। দুটি লিগেরই পৃষ্ঠপোষকতা দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। সিনিয়র ডিভিশনে অংশ নিচ্ছে ১৪টি ও দ্বিতীয় বিভাগে ১৮টি দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় একই সঙ্গে দুটি লিগের উদ্বোধন করেন ইমরুল হাসান। সিনিয়র ডিভিশনে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। জোড়া গোল সাজ্জাদ ইকবালের। বিক্রমপুর কিংসকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বিভাগে শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিকেএসপির হয়ে গোল করেছেন ইমন হোসেন ও আল মিরাদ। বিক্রমপুর কিংসের গোলদাতা সুমন।

দুটি লিগের দলবদলও হয়েছে একই সময়ে। তাই একজন খেলোয়াড় দুই লিগেই খেলার সুযোগ পাচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় এনে ক্লাবগুলো দল গঠন করেছে। ফলে লিগ থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পাওয়ার আশা মহানগর লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসানের, ‘প্রথম ও দ্বিতীয় বিভাগের দলবদল একই সময়ে হওয়ায় একই খেলোয়াড় দুই লিগেই খেলতে পারবে না। এতে ঢাকার বাইরে থেকে অনেক খেলোয়াড় বিভিন্ন ক্লাবের হয়ে খেলছে। এখান থেকে আমরা বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পাব। এর আগে পাইওনিয়ার ও তৃতীয় বিভাগ লিগ থেকে প্রায় ৩০ জনের মতো খেলোয়াড় বাছাই করেছি। তাদের নিয়েও পরিকল্পনা আছে। সিনিয়র ডিভিশন ও দ্বিতীয় বিভাগ লিগ থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পেলে তাদের নিয়েও ভিন্ন পরিকল্পনা করব।’ চ্যাম্পিয়নশিপ বা প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগে পাতানো ম্যাচ খেলার বিস্তর অভিযোগ পাওয়া যায়। এই পর্যায়ে কোনো দল পাতানো ম্যাচ খেলে, তা শনাক্তকরণের জন্য প্রতিটা ম্যাচ ভিডিও ধারণ করা হবে বলে জানান ইমরুল হাসান,’পাতানো খেলা নিয়ে আমরা কঠোর অবস্থানে আছি। যদি প্রমাণ মেলে কোনো দল পাতানো খেলা খেলছে, তবে আমরা সর্বোচ্চ শাস্তি দিব। পাতানো খেলা শনাক্তকরণের জন্য প্রতিটা ম্যাচ ভিডিও ধারণ করা হবে। এতে কারা পাতানো ম্যাচ খেলল সেটা নির্ধারণ করা সহজ হবে। আশা করি আগের চেয়ে এবারের আসর সফলতা অর্জন করবে। দলগুলোর প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়িয়েছি। এতে দলগুলোকে আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও সহায়তা করবে। সবমিলিয়ে আশা করছি আসরটি সফল হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত