কবে কোথায় পেলের শেষকৃত্য?
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস রিপোর্টার
দীর্ঘদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে ব্রাজিল কিংবদন্তি পেলে বৃহস্পতিবার গভীর রাতে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে ব্রাজিল সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের আয়োজন করবে। তার আগ পর্যন্ত হাসপাতালের হিমঘরেই রাখা হবে পেলের মৃতদেহ। ব্রাজিলের গণমাধ্যম জানাচ্ছে, আগামী মঙ্গলবার পেলের শেষকৃত্য হবে হবে। তার আগে সোমবার ভোর বেলা হাসপাতাল থেকে এনে মরদেহ রাখা থাকবে পেলের স্মৃতিবিজড়িত সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের সেন্টার পয়েন্টে, যেখানে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ব্রাজিলের সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর পেলের কফিন নিয়ে শোভাযাত্রা করে সান্তোসের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করানো হবে। শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতে পেলের শেষকৃত্য সম্পন্ন হবে সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকাতে।