১৯৫৮ বিশ্বকাপে তরুণ, অপরিচিত এক ফুটবলার বল পায়ে এমন জাদুর মুর্ছনায় ছড়িয়েছিলেন, যে সাধারণ ১০ নম্বর জার্সি হয়ে ওঠে ‘বিশেষ ১০।’ পেলেও প্রেমে পড়ে যান দশের প্রতি, ক্যারিয়ারের বাকি সময়ে এই জার্সি পরেই মাতিয়েছেন তিনি। তার জার্সি পাওয়ার ঘটনাটাও মেজার। সুইডেনের ওই বিশ্বকাপের জন্য ব্রাজিল ফেডারেশন ফিফার কাছে জার্সি নম্বর ছাড়াই স্কোয়াড জমা দিয়েছিল। কিন্তু মাঠে নামতে হলে জার্সি নম্বর লাগবে। তাই কর্তৃপক্ষ এলোমেলাভাবেই নম্বর ঠিক করে দেয়, সেভাবে পেলের গায়ে ওঠে ‘১০।’ তখন পেলে ছিলেন ১৭ বছরের টিনেজার। এত বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা ছিল না। বিশ্বকাপের দলে তার শুরুর একাদশে খেলার সম্ভাবনাও ছিল না। কিন্তু সতীর্থের চোটে ভাগ্যক্রমে মিলে যায় তা।