ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সৌদি আরবের ক্লাব আল নাসেরেই রোনালদো

প্রতি মিনিটে আয় ৪২ হাজার টাকা!
সৌদি আরবের ক্লাব আল নাসেরেই রোনালদো

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর মাস দেড়েক দলবিহীন ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গুঞ্জন শুরু হয়েছিল যে, সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন সিআর সেভেন। গুঞ্জন সত্যি করে পর্তুগিজ তারকা আড়াই বছরের জন্য নাম লিখিয়েছেন সৌদি ক্লাবে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের সঙ্গে চুক্তির আর্থিক দিকগুলো খোলাসা করেনি আল নাসের।

আমেরিকান গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, প্রতি বছর সাড়ে ৭ কোটি ডলার করে বেতন পাবেন রোনালদো। এটা হলে তিনি হবেন ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, অন্যান্য বোনাস মিলিয়ে আড়াই বছরে ২১ কোটি ডলারের বেশি রোনালদোর পকেটে ঢুকবে। অঙ্ক সত্যি হলে, এটি হবে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। বাংলাদেশি মুদ্রায় রোনালদোর বার্ষিক আয় দাড়াবে ২১,৬৬৩,৪৩২,০০০ টাকা! সময়ের হিসাব আরও কমিয়ে আনা হলে চোখ আরও কপালে উঠবে, মাসিক আয় হবে ১৮০,৫২,৮৬,০০০ টাকা, দৈনিক ৬,০১,৭৬,২০০ টাকা, প্রতি ঘণ্টায় ২৫,০৭,৩৪১ টাকা, মিনিটে ৪১,৭৮৯ টাকা!

ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় পর্তুগিজ তারকা। ৩৭ বছর বয়সে ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে রোমাঞ্চিত রোনালদো। ইউরোপিয়ান ফুটবলে সম্ভব সবকিছু জিততে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন পর্তুগিজ তারকা। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার বিশ্বাস, এশিয়ার ফুটবলে বিচরণের জন্য উপযুক্ত সময় তার এখনই। চুক্তির পর নতুন অভিযান শুরু করতে মুখিয়ে থাকা রোনালদো বিবৃতিতে বলেন, ‘ইউরোপিয়ান ফুটবলে যা জিততে চেয়েছি, তার সবকিছু জিততে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এশিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করার সঠিক সময় মনে করছি এখনই। ভিন্ন দেশে ও ভিন্ন লিগে নতুন অভিজ্ঞতার জন্য রোমাঞ্চিত। আল নাসের ক্লাবের দৃষ্টিভঙ্গিও খুব অনুপ্রেরণাদায়ী। নতুন সতীর্থদের সঙ্গে ক্লাবকে সাফল্য এনে দিতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায়।’

রোনালদোর মতো তারকাকে নিজেদের আঙিনায় পেয়ে আল নাসের ক্লাবের উচ্ছ্বাসটা অনুমিতই। সৌদি প্রিমিয়ার লিগে ৯টি শিরোপা জয়ী দলটি এখন এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার আশা করতেই পারে। তাদের বিবৃতিতে ফুটে উঠেছে আরও বড় কিছুর স্বপ্ন, ‘এই চুক্তি ইতিহাস গড়ার পথে এগিয়ে যাওয়ার চেয়েও বেশি কিছু। ক্লাবকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে না, আমাদের লিগ ও গোটা জাতিকে অনুপ্রাণিত করবে, ছেলে-মেয়েদের সহায়তা করবে সেরা হয়ে উঠতে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত