দেশের উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে আজ শুরু হচ্ছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে দেশের ৪৯৫টি উপজেলায় একযোগে শুরু হচ্ছে এই গেমসের খেলা। ২ জানুযারি ২০০৬ সালের পর জন্ম নেয়া (অনূর্ধ্ব-১৭) বাংলাদেশর সব তরুণ-তরুণীরা এই গেমসে অংশ নিচ্ছেন। উপজেলা ভিত্তিক প্রথম পর্ব চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
গত ২৩ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান ও বিওএ সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ গেমসের লোগো ও মাসকট উন্মোচন করেন। শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পৃষ্ঠপোষক এবং অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালকে চেয়ারম্যান করে একটি শক্তিশালী সাংগঠনিক কমিটি এবং ১৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে। গেমসে ৬০ হাজার ক্রীড়াবিদ, কোচ ও সংগঠক অংশ নেবেন।
২০১৮ সালে অনুষ্ঠিত প্রথম আসরে ২১টি ডিসিপ্লিন ছিল। এবার যুক্ত হয়েছে- সাইক্লিং, রাগবি ও জিমন্যাস্টিকস। একটি উপজেলা সর্বাধিক ৮টি (দুটি দলীয় ও ৬টি ব্যক্তিগত) ডিসিপ্লিনে অংশ নিতে পারবে। মূলত সাউথ এশিয়ান (এসএ) গেমসের বিগত সময়ে পদক পাওয়া এবং আগামীতে পদকের সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলোকেই যুব গেমসে প্রাধান্য দেয়া হয়েছে। ১৬-২২ জানুয়ারি গেমসের দ্বিতীয় পর্ব হবে ৬৪ জেলায়। ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ঢাকায় হবে চূড়ান্ত পর্বের খেলা। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪টি ডিসিপ্লিনে ৪২৯টি করে স্বর্ণ ও রুপা এবং ৫৬১টি ব্রোঞ্জের জন্য লড়বেন তরুণ ক্রীড়াবিদরা।