ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেয়েদের অনুপ্রেরণা আকবরদের বিশ্ব জয়

মেয়েদের অনুপ্রেরণা আকবরদের বিশ্ব জয়

মাগুরা থেকে উঠে এসে দেশের জার্সিতে নিজেকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন সাকিব আল হাসান। হয়েছেন তিন ফরম্যাটে এক নম্বর অলরাউন্ডার। নানা অর্জন, নানা রেকর্ড গড়ে হয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা। বিশ্ব ক্রিকেটেরও বড় বিজ্ঞাপন। সেই সাকিবকে দেখে তার পথে পা বাড়িয়েছেন মাগুড়ার মেয়ে দিশা বিশ্বাস। নানা পথ পেরিয়ে দিশা এখন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। তরুণ ক্রিকেটারও হতে চান সাকিবের মতো বিশ্বসেরা, ‘অবশ্যই উজ্জীবিত করে (সাকিব)। সাকিব ভাই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। আমাদেরও স্বপ্ন ওনার মতো হওয়ার। জানি না কতটুকু কী করতে পারব। তবে সত্যিই প্রেরণা দেয় ভাইয়া। অনেক কিছু করেছে। আমাদেরও কিছু করতে হবে। তার পথ অনুসরণ করেই আমাদের যেতে হবে।’ দিশার হাত ধরেই প্রথমবার বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে অংশ নিতে আজ ঢাকা ছাড়ছেন ঊনিশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাতেই বাংলাদেশ জিতেছিল প্রথম বৈশ্বিক শিরোপা। ২০২০ সালে যুব বিশ্বকাপে আকবর আলীরা দক্ষিণ আফ্রিকাতে উঁচিয়ে ধরেছিলেন শিরোপা। আকবরদের বিশ্বকাপ জয় থেকে পাচ্ছেন বড় কিছুর অনুপ্রেরণা, ‘ভাইয়ারা (আকবররা) যেখান থেকে সফল হয়ে এসেছেন আমাদেরও পরিকল্পনা বা চিন্তা-ভাবনা আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত