ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আর্জেন্টিনার পথের কাঁটা রোনালদো!

আর্জেন্টিনার পথের কাঁটা রোনালদো!

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন করার পর দিন বিশেক ক্লাববিহীন ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়ে যে কেবল নিজে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হয়েছেন তিনি। তবে সৌদি আরবে ঘাঁটি গড়ার আগে, ইউরোপের কয়েকটি ক্লাবের কাছে প্রস্তাব পাঠালেও সাড়া পাননি রোনালদো। চুক্তির মধ্যদিয়ে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে বিপদের মুখে ফেলে দিয়েছেন সিআর সেভেন! ২ বছরের চুক্তিতে রোনালদো প্রতি বছর বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা পাবেন। ভাবছেন, রোনালদো সৌদি আরবে যাওয়াতে মেসি ও আর্জেন্টিনার কী বিপদ? রোনালদোর সঙ্গে আল-নাসেরের চুক্তিটা আদতে ২০৩০ সাল পর্যন্ত। এর মধ্যে ২০২৫ পর্যন্ত তাদের খেলোয়াড় হিসেবে মাঠ কাঁপাবেন রোনালদো, বাকি সময় সৌদি আরবের প্রতিনিধি হিসেবে কাজ করবেন তিনি। ২০৩০ বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। সদ্য কাতারের অসাধারণ আয়োজন তাদের আরো উদ্বুদ্ধ করে তুলেছে। তাই রোনালদোকে কাজে লাগিয়ে বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে জিততে চায় তারা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে। আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্বাগতিকরা। ২০৩০ সালে বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উদযাপিত হবে। তাই ভিন্নধর্মী বিশ্বকাপ হতে যাচ্ছে। বিশ্বকাপের ১০০ বছর পূর্তির বিশেষ আসর স্মরণীয় করে রাখতে চায় আর্জেন্টিনা ও উরুগুয়ে। আরেক স্বাগতিক চিলি। তাদের বাধা এখন রোনালদো ও সৌদি আরব। মেসি নিজের দেশের হয়ে প্রচারণায় নামলে, বিষয়টা হবে দেখার মতো। রোনালদোর সৌদি ক্লাব আল নাসেরে যোগদানের পর ফুটবলপ্রেমীরা ধরে নিয়েছিল মেসি-রোনালদোকে হয়তো প্রতিপক্ষ হিসেবে আর মাঠে দেখা যাবে না। দ্বৈরথ হয়তো সহজে শেষ হচ্ছে না! স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, নতুন বছরের শুরুতে সৌদি আরবে মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো। ক্যারিয়ারের শেষ লগ্নে দুই মহাদেশে ভিন্ন ক্লাবে খেলায় মাঠে এটি হতে পারে দুই ফুটবলতারকার শেষ দেখা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত