ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওমানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য যুবাদের

ওমানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য যুবাদের

৬ থেকে ১২ জানুয়ারি ওমানের রাজধানী মাসকাটে হবে জুনিয়র এএইচএফ কাপ হকি। এশিয়ান হকি ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৯ বয়সী যুবাদের সবচেয়ে বড় হকি টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২১ হকি দল আগামীকাল রাতে ওমান যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে এএইচএফ কাপের বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে ছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। আটটি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা, হংকং চায়না ও উজবেকিস্তান। ‘এ’ গ্রুপে খেলবে চাইনিজ তাইপে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক ওমান। ৬ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং চায়না। ৭ ও ৯ জানুয়ারি পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও উজবেকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ এই টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন। ২০১৪ সালে ঘরের মাঠে বাংলাদেশের যুবারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। ওমানের টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য প্রসঙ্গে দলের কোচ মামুনুর রশিদ বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত