ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেইমারকে বাংলাদেশে আনার উদ্যোগ

নেইমারকে বাংলাদেশে আনার উদ্যোগ

ব্রাজিলের তারকা নেইমারের অসংখভক্ত আছেন বাংলাদেশে। তার ওপর কাতার বিশ্বকাপের সময় জানা যায়, নেইমারের প্রচারণার কাজে যুক্ত রবিন মিয়ার বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরবে। বিষয়টি নিয়ে মিডিয়ায় বেশ তোলপাড় হয়েছিল। সেই রবিন রবিন মিয়া এলেন বাংলাদেশ সেরা ক্লাব বসুন্ধরা কিংসে। হ্যাটট্রিক লিগ চ্যাম্পিয়ন ক্লাবটির সভাপতি ইমরুল হাসানের সঙ্গে বিশেষ সাক্ষাৎও করেছেন তিনি। নেইমারকে কোনোভাবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত করা যায় কিনা- সে বিষয়ে তাদের মাঝে আলোচনা হয়। বাংলাদেশের ফুটবল এগিয়ে নিতে বসুন্ধরা গ্রুপের প্রচেষ্টা দেখে রবিন মুগ্ধ, নেইমারকে আনার ব্যাপারে তিনিও আগ্রহী। গণমাধ্যমকে রবিন বলেন, ‘নেইমারকে যদি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করানো হয়, সেক্ষেত্রে বসুন্ধরা গ্রুপের নাম আসবে আগে। ওই জায়গা থেকে চেষ্টা করছি সম্পর্ক তৈরি করার। সবকিছু মিলে প্রাথমিক আলোচনা চলছে। এখনও চুড়ান্ত কিছু হয়নি। নেইমারকে বসুন্ধরার শুভেচ্ছাদূত করার চেষ্টা করছি। বসুন্ধরা গ্রুপের আমন্ত্রণে বাংলাদেশে আনার চেষ্টা করছি।’ আর কিংস সভাপতি ইমরুল হাসান বলেন, ‘যেহেতু নেইমারের ঘনিষ্ট একজন এসেছেন আমাদের দেশে, তার সঙ্গে ফুটবল বিষয়ক আলোচনায় হওয়াটা স্বাভাবিক। নেইমারকে বাংলাদেশের ফুটবলের সাথে, কিংসের সাথে কোনোভাবে সম্পৃক্ত করা যায় কিনা আলোচনা হয়েছে। নেইমারকে আমাদের কোনো পণ্যের শুভেচ্ছাদূত করা বা স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনে আনা যায় কিনা- এমন চিন্তাভাবনা রয়েছে। এটা করতে পারলে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত