ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিপিএলের রেকর্ড

বিপিএলের রেকর্ড

সবচেয়ে বেশি ম্যাচ : ঢাকা (১০৩টি)

বেশি জয় : মিনিস্টার ঢাকা (৫৯টি)

বেশি হার : সিলেট, ৮০ ম্যাচে ৫৩টি

সর্বোচ্চ দলীয় রান : রংপুর রাইডার্স ২৩৯/৪, ২০ ওভার, প্রতিপক্ষ- চট্টগ্রাম ভাইকিংস, ২০১৯

সর্বনিম্ন রান : খুলনা টাইটান্স ৪৪/১০, ১০.৪ ওভার, প্রতিপক্ষ- রংপুর রাইডার্স, ২০১৬

বড় ব্যবধানে জয় (রানে) : ১১৯ রানে জয়ী চট্টগ্রাম কিংস, বিপক্ষ- সিলেট রয়্যালস

বড় ব্যবধানে জয় (উইকেট) : ১০ উইকেটে জয় আছে বরিশাল বার্নার্স-চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্সের

বেশি রান (ব্যক্তিগত) : তামিম ইকবাল, ৭৯ ম্যাচে ২৬২৮ রান

মৌসুমে সবচেয়ে বেশি রান : রিলি রুশো (রংপুর রাইডার্স) ১৪ ম্যাচে ৫৫৮ রান

ব্যক্তিগত ইনিংস : ক্রিস গেইল ১৪৬* (রংপুর রাইডার্স), প্রতিপক্ষ- ঢাকা ডায়নামাইটস, ২০১৭

বেশি ছক্কা : ক্রিস গেইল, ৫২ ম্যাচে ১৪৩টি।

ইনিংসে বেশি ছক্কা : ক্রিস গেইল (রংপুর রাইডার্স) ১৮টি, প্রতিপক্ষ- ঢাকা ডায়নামাইটস।

বেশি শূন্য : এনামুল হক বিজয় ১১টি

বেশি সেঞ্চুরি : ক্রিস গেইল, ৫টি

বেশি হাফ-সেঞ্চুরি : তামিম ইকবাল, ২৫টি

বেশি উইকেট : সাকিব, ৮৭ ম্যাচে ১২২ উইকেট

মৌসুমে বেশি উইকেট : সাকিব (ঢাকা ডায়নামাইটস), ১৫ ম্যাচে ২৩ উইকেট, সাল- ২০১৯।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত