ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাবেক ক্লাবে সংবর্ধিত স্কালোনি

সাবেক ক্লাবে সংবর্ধিত স্কালোনি

আর্জেন্টিনার কোচ হিসেবে লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেছে। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্বে রাখতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যদিও এখনো নতুন চুক্তিতে সই করেননি স্কালোনি, তবে চুক্তি নবায়নের বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ। এখনো বিশ্ব জয়ের রোমাঞ্চে বুঁদ হয়ে আছেন তিনি। স্কালোনির হাত ধরেই ঘুচেছে বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা। গত মাসে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর। বিশ্বকাপের আগে গত সেপ্টেম্বরে এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া টুইট করে বলেছিলেন, স্কালোনিকে ২০২৬ আসর পর্যন্ত রেখে দিতে চান তারা। বিশ্বকাপ জয়ের পর তিনি জানান, নতুন চুক্তির ব্যাপারে দুই পক্ষ মৌখিকভাবে রাজি হয়েছে। বিশ্বকাপ জেতায় স্কালোনিকে শনিবার বীরোচিত সংবর্ধনা দেয় তার খেলোয়াড়ি জীবনের সাবেক ক্লাব রিয়াল মায়োর্কা। সেখানে ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলেন ৪৪ বছর বয়সি কোচ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত