আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪

একজন তারকার খোঁজে টেনিস

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

অভ্যন্তরীণ সংকটের কারণে দেশের টেনিস বেশ কিছু দিন অচলাবস্থা থাকলেও নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব নেয়ার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযেগিতায় অংশ নিতে শুরু করেছেন খেলোয়াড়রা এবং ২০২৩ সালের একটি বর্ষপঞ্জিও প্রকাশ করেছে। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে গতকাল শুরু হওয়া আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্ট উদ্বোধনের পর ফেডারেশনের নতুন সভাপতি নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বের অনেক দেশকে আমরা চিনি একজন টেনিস খেলোয়াড়ের মাধ্যমে। আমরা বাংলাদেশেও এমন একজন টেনিস খেলোয়াড় খুঁজছি। সেই একজন তৈরির জন্য আমরা কাজ করছি’। ক্রিকেটে মাশরাফি, সাকিব, ফুটবলে জামাল ভূঁইয়া, মামুনুল, হকিতে জিমি, চয়ন, দাবায় নিয়াজ, জিয়ারা আইকন। তাদের দেখে পরবর্তী প্রজন্ম বেড়ে উঠে। টেনিস ফেডারেশনও একজন আইকন বের করার চেষ্টা করছে। বছর দশেক আগেও বাংলাদেশে আন্তর্জাতিক টেনিসের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ডেভিস কাপ অনুষ্ঠিত হতো। মাঝে বেশ কয়েক বছর নানা জটিলতা ও সীমাবদ্ধতায় হয়নি। ফেডারেশনের নতুন সভাপতি ডেভিস কাপ করার আশ্বাস দিলেন, ‘আমরা অবশ্যই ডেভিস কাপ আয়োজন করব। সেটা আশা করি দ্রুতই পারব।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার চলতি বছরেই ডেভিস কাপ আয়োজন হতে পারে বলে জানান। নতুন বছরের শুরুতে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশ সহ কম্বোডিয়া, লাওস, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ,মালদ্বীপ ও পাকিস্তান অংশ নিচ্ছে। গতকাল উদ্বোধন হলেও খেলা কোর্টে গড়াবে আজ।