ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়ান ওপেন

আলকারাজের পর নেই ওসাকাও

আলকারাজের পর নেই ওসাকাও

আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু বছরের শুরুর গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম সরিয়ে নিলেন দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা নাওমি ওসাকা। ২০১৯ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ২৫ বছরের এই জাপানিজ তারকা। ২০২১ সালের পর থেকে কোনো শিরোপা জিততে পারেননি তিনি। ২০২১ সালে ফরাসি ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ওসাকা। তখন মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানিয়েছিলেন। এরপর আরো কয়েকটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। এবার সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। ২৫ বছর বয়সি গত সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না। গত সপ্তাহের রিপোর্টে বলা হয়, টুর্নামেন্টের তালিকায় নাম থাকলেও টেনিস অস্ট্রেলিয়া ওসাকার হদিস খুঁজে পাচ্ছেন না। তবে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইঙ্গিত দিচ্ছে, তিনি এখন ইউরোপে ঘুরে বেড়াচ্ছেন। সঙ্গে আছেন তার প্রেমিক র‍্যাপার কোর্ডায়েও। তার জায়গায় কপাল খুলেছে ইউক্রেনিয়ান ডায়ানা ইয়ান্ত্রেমেস্কার।

এর আগে ডান পায়ের পেশির চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না পুরুষদের নাম্বার ওয়ান বাছাই কার্লোস আলকারাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চোটের কথা উল্লেখ করে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত