ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রিয়ালের হার আনন্দ বার্সার

রিয়ালের হার আনন্দ বার্সার

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হার বার্সেলোনাকে সুযোগটা করে দিয়েছিল। আর সেটা কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলে ঘাড়ে শ্বাস ফেলা চিরপ্রতিদ্বন্দ্বীদের খানিকটা পেছনে ফেলেছে কাতালুনিয়ার দলটি। সার্জিও বুসকেতস তাই অনুভব করছেন দারুণ তৃপ্তি। লা লিগায় রোববার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ১-০ গোলে হারায় বার্সেলোনা। ২২ মিনিটে উসমান দেম্বেলের করা গোলটি রক্ষণের দৃঢ়তায় আগলে রেখে জয় নিয়ে ফেরে জাভি হার্নান্দেজের দল। এই জয়ে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। ভিয়ারিয়ালের মাঠে হেরে নতুন বছর শুরু করা রিয়াল ৩ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আগের দিন রিয়াল হেরে বসায় টেবিলের শীর্ষস্থানটা ফাঁকাই ছিল বার্সেলোনার জন্য। ওয়ান্দা মেত্রোপালিতানো স্টেডিয়ামে তাই জেতার জন্য বাড়তি চাপ ছিল না পেদ্রিদের কাঁধে। তবে ডেম্বেলের গোলে শুরুতেই লিড পাওয়া বার্সা ম্যাচের বাকি সময় দাঁতে দাঁত চেপে অ্যাথলেটিকোর সব প্রতিরোধ সয়ে যায়, মাঠ ছাড়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত