ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেডারেশন প্রধানের সমালোচনায় এমবাপে

ফেডারেশন প্রধানের সমালোচনায় এমবাপে

ফ্রান্স ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লু গ্রেত। জিদানের পাশে দাঁড়িয়ে ফেডারেশন সভাপতির কড়া সমালোচনা করেছেন কিলিয়ান এমবাপে। শুধু তিনি নয়, এই ঘটনায় ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতির কড়া সমালোচনা করেছেন দেশের ক্রীড়ামন্ত্রীসহ আরও অনেকেই। বিতর্কের সূত্রপাত ফ্রান্স ফুটবল দলের কোচ হিসেবে দিদিয়ে দেশমের মেয়াদ বাড়ানো থেকে। দলকে টানা দুটি বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া এই কোচের চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে ফেডারেশন। যদিও এবার জিদান দায়িত্ব পেতে পারেন বলে জোর আলোচনা ছিল। তবে ফ্রান্সের এই কিংবদন্তি এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন আছে। ফ্রান্সের আরএমসি রেডিওতে সাক্ষাৎকারে লু গ্রেতকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, জিদান যদি এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে নেন? এতেই বেশ চটে গিয়ে লম্বা উত্তর দেন লু গ্রেত, ‘আমার তাতে মাথাব্যথা নেই। তার যেখানে ইচ্ছা সে যেতে পারে। আমি খুব ভালো করেই জানি, ফ্রান্সের সম্ভাব্য কোচ হিসেবে জিদান সবসময়ই রাডারে ছিল। তার শুভাকাঙ্খীরও অভাব নেই। কেউ কেউ তো দেশমের বিদায়ের অপেক্ষায় ছিল, কিন্তু দেশমকে নিয়ে গুরুতর আপত্তি কার থাকতে পারে? কারও নয়। জিদানের যা ইচ্ছা করতে পারে। আমি পরোয়া করি না। তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। দেশমের দায়িত্ব ছিন্ন করার কথা আমরা কখনো ভাবিইনি। জিদান যেখানে ইচ্ছা যেতে পারে, কোনো ক্লাবে বা যে কোনো জায়গায়।’ জিদানের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কি না, এই প্রশ্নে লু গ্রেতের উত্তর বিতর্কের আগুনে আরও ঘি ঢেলে দেয়, ‘জিদান আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল কি না? অবশ্যই নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত