ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিয়ন্ত্রণের বাইরে সাকিব?

নিয়ন্ত্রণের বাইরে সাকিব?

নানা অনিয়ম, বিতর্কের কারণে বিপিএল নিয়ে আলোচনার শেষ নেই। সাকিবের মন্তব্যের জেরে আসর শুরুর আগেই আলোচিত বিপিএল, শুরুর পরও রেশ রয়েছে। সাকিব-বিসিবি কর্তাদের মধ্যে কথার লড়াইও হয়। এবার নিয়মের তোয়াক্কা না করে মাঠে ঢুকে নতুন বিতর্কের জন্ম দিলেন ফরচুন বরিশালের অধিনায়ক। মিরপুর স্টেডিয়ামে গতকাল রংপুর রাইডার্স-ফরচুন বরিশালের ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হবে মাত্র। বরিশালের ওপেনার চতুরঙ্গা ডি সিলভা স্ট্রাইকে, রংপুরের বোলার রকিবুল হাসান বোলিং প্রান্তে। কিন্তু স্ট্রাইকে বাঁহাতি চতুরঙ্গাকে দেখে রংপুর অধিনায়ক নুরুল হাসান বোলার পাল্টে বল তুলে দেন অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে। পরিবর্তন দেখে অন্য প্রান্তে থাকা আনামুল হক বিজয় স্ট্রাইকে আসেন। তখন রংপুর আরও একবার বোলার পাল্টে ফেলে। ডানহাতি বিজয়ের বিপক্ষে বাঁহাতি স্পিনার রকিবুলকে বোলিং দিতে চাচ্ছিল রংপুর। তখন ডাগআউট থেকে স্কয়ার লেগ আম্পায়ার গাজি সোহেলের দিকে তেড়েফুঁড়ে আসেন বরিশাল অধিনায়ক সাকিব। নিয়ম অনুযায়ী সাকিবের মাঠে ঢোকার কথা নয়। কিন্তু তিনি নিয়ম ভেঙে মাঠে ঢুকেছেন, আম্পায়ারের সঙ্গে মিনিট পাঁচেক তর্কেও জড়িয়েছেন। সাকিব মাঠ ছাড়লে বাঁহাতি চতুরঙ্গাকে বাঁহাতি রকিবুলকে দিয়েই বোলিং করানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত