ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেয়াদ বাড়ল ক্যাবরেরার

মেয়াদ বাড়ল ক্যাবরেরার

গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি ছিল জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। তবে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তির মেয়াদ বাড়ছে- এমন আভাস ছিল আগেই। অবশেষে আনুষ্ঠানিকভাবেই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আরও এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাফুফে। গতকাল বুধবার ক্যাবরেরার সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে বলে ঘোষণা দিয়েছেন বাফুফের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। নতুন চুক্তি অনুযায়ী, ক্যাবরেরা ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত হ্যাভিয়ের বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করবেন। বাফুফে ও হ্যাভিয়েরের মধ্যে নতুন চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয়েছে। আজ এক ভিডিও বার্তায় বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ নিশ্চিত করেন। হ্যাভিয়েরের ওপর ভরসা রাখা প্রসঙ্গে বলেন, ‘এ বছর আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা আছে। বিভিন্ন বাছাই আছে, ফিফা উইন্ডোতে খেলা আছে। অনূর্ধ্ব-২৩ দলের ও যুব দলের খেলা আছে। চলমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশনের কাপের সাথে জাতীয় দলের কার্যক্রমও অব্যাহত রাখতে পারব।’ বড়দিন ও নতুন বছরের ছুটি কাটাতে নিজ দেশে ছিলেন হ্যাভিয়ের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত