ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় অনূর্ধ্ব-২৩ ভলিবল দল ও কৃতি সেনা অ্যাথলেটরা সংবর্ধিত

জাতীয় অনূর্ধ্ব-২৩ ভলিবল দল ও কৃতি সেনা অ্যাথলেটরা সংবর্ধিত

কিরগিজস্থানকে ৩-২ সেটে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলে অপরাজিত চ্যাম্পিয়ন জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সেনাবাহিনী অ্যাথলেটিক্স দলের কৃতি অ্যাথলেট, কোচ ও ম্যানেজারদের গতকাল ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বর্ণিল আয়োজনে সংবর্ধিত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু ৪৬তম জাতীয় অ্যাথলেটিক্সে ২১টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৬টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনী; যেখানে সাতটি জাতীয় রেকর্ড গড়েছেন সেনা অ্যাথলেটরা। উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত