ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ জামালের কষ্টার্জিত জয়

শেখ জামালের কষ্টার্জিত জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার দুই ম্যাচ ছিল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ৩-২ গোলে শেখ রাসেলকে হারিয়েছে। আর রাজশাহীতে ফর্টিজ গোলশূন্য ব্যবধানে রহমতগঞ্জের বিপক্ষে ড্র করেছে।

গোপালগঞ্জে শেখ জামাল ও শেখ রাসেলের মধ্যকার ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। শেখ রাসেল ইনজুরি সময়ের শেষ মিনিটে জামালের জালে বল পাঠিয়েছিল। অফ সাইডে সেই গোল বাতিল হওয়ায় শূন্য হাতে মাঠ ছাড়তে হয় জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যদের। অফ সাইডে গোল বাতিল হওয়ায় শেখ রাসেলের ডাগ আউট সহকারী রেফারির ওপর বেশ ক্ষোভ প্রকাশ করেছে। যদিও সহকারী রেফারি গোলের অনেক আগেই পতাকা তুলেছিলেন।

গত সপ্তাহে ফেডারেশন কাপে হেরেছিল মারুফের দল শেখ জামাল। সেই হার কাটিয়ে লিগে জয়ের ধারায় ফিরেছে। গতকালের ম্যাচে শেখ রাসেল পয়েন্ট কেড়ে নেয়ার দোরগোড়ায় পৌঁছালেও মারুফের দল প্রাধান্য বিস্তার করেই খেলেছে। পেনাল্টি থেকে ৩৪ মিনিটে স্টুয়ার্টের গোলে লিড নেয় শেখ জামাল। ১-০ গোলের লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরে জামাল। ৪৯ মিনিটে মান্নাফ রাব্বির গোলে ২-০ গোলে এগিয়ে যায় মারুফের দল। ৭০ মিনিটে তালিপভের গোলে খেলায় ফেরার ইঙ্গিত দেয় রাসেল। ৪ মিনিট পর মাভলুভ জামালের লিড আরও বাড়িয়ে দেন। ৩-১ স্কোরলাইন হওয়ার পরের মিনিটই রাসেলের ফরোয়ার্ড এমফোন উদো গোল করলে ম্যাচ জমে উঠে।

বাকি সময় রাসেল গোল পরিশোধের চেষ্টা করে ব্যর্থ হয়। এই জয়ে শেখ জামাল পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীর সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা শেখ রাসেল ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। সমান ম্যাচে প্রিমিয়ার লিগের নবাগত দল ফর্টিজ ৫ পয়েন্ট নিয়ে সপ্তমে। আর পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ এক ম্যাচ বেশি খেলে আছে পাঁচ পয়েন্টে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত